অলিক সূর্যাদয়!

লিংকন


সেই লক্ষ যুগ আগে কেউ একজন
আমায় বলেছিল,
- তুমি চিন্তা করো না,
সাহস হারিয়ে ফেলনা,
হয়েও না কখনও নিরাশ!

আমায় বলেছিলো,
- আবার নতুন সূর্য উঠবে,
অপসংস্কৃতির আঁধার কেটে যাবে,
অপরাজনীতি ধুলোয় মিশে যাবে,
দানবগুলো সব পরাজিত হবে,
অমানুষগুলো আবার মানুষ হবে,
শুষ্ক মরুতে গড়ে উঠবে সবুজ মরুদ্যান।

আমি বুকভরা আশায় ছিলাম,
চেয়েছিলাম তীর্থের কাকের মতো,
কালোমেঘে ঢাকা অস্পষ্ট আকাশপানে,
যদি সেই কাঙ্খিত সূর্যটা জেগে উঠে,
যদি আঁধার কেটে আলো আসে।

যুগের পর যুগ কেটে গেছে,
উদিত হয়নি সে সূর্য,
এখন স্কুল কলেজের সামনে
ইভটিজিংয়ের শিকার মেয়েরা,
এখনও সুযোগ সন্ধানী জানোয়ার
ওঁৎ পেতে থাকে,
পাশবিক নির্যাতনের শিকার হয়,
আমার মা - বোন।
এখনও দারিদ্র পিতার ধর্ষিত কন্যা,
বিচার না পেয়ে আত্মাহুতি দেয়,
প্রিয় জীবন থেকে।
এখনও মানুষের লাশ পড়ে থাকে
ডোবাজলে নদীতে ড্রেনে জঙ্গলে,
এখনও ক্ষুধার জ্বালা মেটাতে
ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট
ভাগাভাগি করে খায় মানব সন্তান আর
বেওয়ারিশ কুকুর বিড়ালে।
এখনও মানব সেবার নামে,
হাজার কোটি টাকা কামে,
মানবতার মহাজনে।

আচ্ছা তবে কি তিনি মিথ্যে বলেছিলেন,
শুনিয়েছিলেন মিথ্যে আশ্বাস,
অলিক সূর্যের কল্পনাসৃষ্ট গল্প!

আমি আজ আর সেই সোনালি সূর্যাদয়ের
মেকি গল্পে বিশ্বাসী নই,
বাস্তবতার নির্মম কষাঘাতে দেখি
সে আকাশে আর সূর্য উঠে না,
সে মরুতে আর জন্মে না কোন বৃক্ষ,
আমি আজ নিরাশার দলে পর্যবসিত।