মানুষেরই করো অপমান

লিংকন
১৮/১০/২২

মানুষের বাচ্চাকে উপোষ রেখে,
তুমি নিজের সন্তানকে নিয়ে
কত অবলিলায় চাইনিজে গিয়ে
চিকেন ফ্রাই খাও।
খাও ফ্রাইড রাইস!
দু'হাতে টাকা উড়াও,
অবৈধ সব অর্থ!

অন্যের শাড়ী কেড়ে নিয়ে তুমি,
নিজের সঙ্গীনিকে সাজাও!
সাজাও তোমার আবাস!

তোমার লজ্জা করে না!
করবেই বা কেমন করে,
তোমার গায়ে তো আর,
মানুষের মাংস নেই!
নেই মানুষের রক্ত!
মানুষের আদলে তুমি তো,
একটা আস্ত শুয়োর!

হ্যাঁ, তুই শুয়োর হলেই ভালো হতো!
না!  শুয়োর নয়
তোমার জন্ম নেওয়া উচিৎ ছিলো
বেওয়ারিশ কুকুর হয়ে!
রাস্তার পাশে,
ডাস্টবিনের মাঝে উচ্ছিষ্ট হতো
তোমার উদরপূর্তির আহার!
যেমন করে লোক ঠকিয়ে
এখন তুমি খাও !

কুকুর নয়,
বিড়াল হলেই হয়তো ভালো হতো,
এবাড়ি ও বাড়ি
চুপেচুপে এঁটো খেতে তুমি,
এখন যেমন এখানে সেখানে গিয়ে
মানুষের রক্ত খাও!

আচ্ছা ছুঁচো হলেই বোধহয় ভালো হতো,
জন্ম যদি হতো ছুঁচোর ঘরে!
তবে বেশ মানাতে তোমার সাথে!

মানুষ হয়ে জন্ম নিয়ে,
মানুষকেই তুমি করছো বারবার অপমান,
জীর্ণ পৃথিবী একদিন প্রতিশোধ
নিবে তার!