চারদিক কেমন জানি শুষ্কতায় ভরা!
সেখানে কোন জীবন নেই!
নেই পবিত্র আত্মা!
সবুজের মাঝে যেনো অসবুজের সমারোহ!
মেকী চাদরে আবৃত সবকিছু ,
জীবনগুলো যেনো এক একটা জীবন্ত শব!

এখানে কারও প্রেম নেই!
মায়া নেই!
ভালোবাসা নেই!

আছে শুধু,
কিছু সময় এক সাথে থাকার অভ্যেস!
আর আছে কিছু নিপূণ অভিনয়!

চারদিকে দেখি কচিকাঁচা
কপোত কপোতীর ভীর!
পার্কে বসে আড্ডা,
কাশবনে হাস্তযুগোলের ব্যস্ততা,
সিনেমাহলের রোমান্টিকতা কিংবা
কোন দামী রেস্টুরেন্টে দামী খাবার,
খুনসুটিতে মেতে উঠা।
কোন আবাসিক হোটেল কিংবা
মেসে গভীর আলিঙ্গনে তৃপ্তির স্বাদ নেওয়া।

তোমরা এটাকেও প্রেম বলো!
বলো ভালোবাসা!
আমি শুধুই দেখি কামুকতা!

আজ কোথাও প্রেম দেখি না!
দেখি না ভালোবাসা !

দেখি শুধু সময় কাটিয়ে দিতে,
সময়ের প্রয়োজনেই
কিছু বন্ধনের সৃষ্টি !