নিজের ঘরে আগুন দিয়ে,
ভাংগো পরের ঘর!
এ কেমন খেলা তোমার,
খেলো নিরন্তর!

সাঙ্গ হবে খেলা তোমার,
সাঁঝের বেলা এলে!
বুঝবে তখন কেমন খেলা,
খেলে তুমি গেলে!