খুব ইচ্ছে করে -
কেউ একজন এসে বলুক
ভালোবাসি!
বড্ড ভালোবাসি তোমায়!
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে
মিশে আছো তুমি!
মিশে আছো আমার নিঃশ্বাসের সাথে!
আমার প্রতিটি কর্মের সাথে!
মিশে আছো আমার
ভোরের আলোর সাথে,
চাঁদনিরাতে ভরা জ্যোৎস্নার সাথে।
মিশে আছো আমার,
সমস্ত একাকীত্বের সাথে।
মিশে আছো আমার
চিন্তা চেতনা ভাবনার সাথে!
অপেক্ষার প্রহর কেটে যায়,
কেটে যায় দিন মাস বছর!
যুগের পর যুগ কেটে যায়,
বটবৃক্ষের ঝুল
স্তম্ভে পরিনত হয়।
বয়োবৃদ্ধে পরিনত হয় সবুজ অশ্বত্থবৃক্ষ!
তবুও কেউ একজন এসে বলে না
ভালোবাসি!
বড্ড ভালোবাসি তোমায়!
নদীর মতো শুকিয়ে যায় আমার হৃদয়,
সবুজ বন ধূসরিত হয়,
ধুসরিত হয় সবুজ প্রকৃতি!
আমি হারিয়ে যাই অতল গহ্বরে!
ইচ্ছে করে কেউ একজন এসে বলুক
ভালোবাসি তোমায়!
বড় ভালোবাসি!