দেখে নিও তুমি -
সত্যিই একদিন হারিয়ে যাবো!
হারিয়ে যাবো অনেক দূরে,
দিগন্ত যেখানে মিশে যায়,
তারও ওপারে!
আকাশের অসীম শুন্যতার মাঝে!
ছায়াপথের অন্ধকার গহ্বরে!
সত্যিই একদিন হারিয়ে যাবো আমি!
তোমার রাগ অভিমানগুলো
মেঘ হয়ে যেদিন বৃষ্টি হবে,
হবে এক অতল সমুদ্র,
প্রচন্ড ঝরতান্ডবে প্রকম্পিত হবে
তোমার হৃদয়,
সেদিনও আর খুঁজে পাবে না আমায়!
সত্যিই আমি হারিয়ে যাবো একদিন,
সেদিন হয়তো তুমি নিঃস্ব হবে না,
হবে না পুষ্পহীন বৃক্ষ!
হারাবে না সুবাস!
তোমার আকাশে জমবে না কালো মেঘ!
নিষ্প্রভ হবে না সোনালী সূর্যটা!
তোমার চাঁদ
হয়তো তখনও আলো দিবে,
জ্যোসনাময়ী আলো!
তবে দেখে নিও,
শত ব্যস্ততার মাঝেও
কাকডাকা দুপুরে মনে পড়বে আমায়!
শেষ বিকেলে চা'য়ের কাপে
তখনো ভাববে আমায় নিয়ে !
গভীর রজনীতে হঠাৎ ঘুম ভেঙে গেলে,
পাশে খুঁজবে আমায়!
শরতে বুড়ি তিস্তানদীর চর জাগানো মাঠে
কাশফুল দেখে ঠিক মনে পড়বে আমায়।
ধুমনদী পার হতে গিয়ে যখন,
জলের শব্দ তোমার কানে ভেসে আসবে,
দেখে নিও
ঠিক মনে পড়বে আমায়।
সত্যিই একদিন হারিয়ে যাবো আমি
হারিয়ে যাবো তোমায় ছেড়ে,
দিগন্তের ওপারে,
নীল আকাশ যেখানে মিলেমিশে
একাকার হয়ে আছে।
তোমার রাগ অভিমানগুলো
শিশির হয়ে ঝরে পড়লেও
আর খুঁজে পাবে না আমায়!