এসেছিলাম আমি

লিংকন

লাবন্য --
আমার নির্দিষ্ট গন্তব্যে এসেছিলাম আমি,
হাজার মাইল পথ পেড়িয়ে,
হেঁটে হেঁটে,
কালো পিচের পথ মাড়িয়ে,
তবেই পৌঁছে ছিলাম সেই গন্তব্যে।

আমায় পাশ কাটে গেছে
বাস, ট্রাক, বাইক,রিক্সা, ভ্যান
আরও কত যান।
ওদের দিকে এতটুকু ভ্রুক্ষেপ
ছিল না আজ।
পথের দু'ধারে লাগানো সেগুন, মেহগনি,
ইউক্যালিপ্টাস গাছের সারি বারবার
হাতছানি দিয়ে ডেকেছে আমায়,
থামাতে পারিনি ক্ষনিক কালের জন্য,
গাছে গাছে পাখির কুহুতান,
সেও থামাতে পারেনি আমায়।
বাতাসে ভেসে এসেছিলো,
সরিষাফুলের মৌঁ মৌঁ গন্ধ আর
মৌঁমাছির মিলনের গুনগুন শব্দ,
তবুও মাতাল হইনি আমি,

সেথায় ফেরার বেশ তাড়া ছিল,
তোমায় দেখতে পাবো বলে,
আমার না বলা জমানো কথাগুলো,
তোমার চোখে চোখ রেখে বলবো বলে।

লাবন্য,
আমি এসেছিলাম ঠিকই,
কিন্তু, কিন্তু তোমার দেখা তো পাইনি?
তবে কি তুমি আমার আগেই এসে,
ফিরে গেছো,
আমায় না পেয়ে?
অভিমানি মন নিয়ে?
নাকি তুমি আসোই নি,
আমায় অবহেলা করে?