দুঃখিত - সোনাযাদু ,
তোমায় দিতে পারিনি,
একটা স্বাধীন পৃথিবী!
পারিনি তোমার শৈশব,
তোমায় ফিরিয়ে দিতে।
যখন তুমি মুক্তোমনে উড়বে,
রঙীন প্রজাপতির সাথে,
ছুটবে লাল ফড়িংয়ের পিছে।
বিকেলটা কাটিয়ে দিবে -
বৌছি গোল্লাছুট দাঁড়িয়াবান্ধা,
এক্কাদোক্কা আর হাড়িপাতিলে,
কিংবা ব্যস্ত সময় পাড় করবে
হলুদ পুতুলের বিয়ে দিতে।
পারিনি তোমার স্বাধীন শৈশব
তোমায় ফিরিয়ে দিতে।
গলা টিপে ধরেছি,
কলির বেশে ফুটন্ত
তোমার ইচ্ছেগুলোর।
দম বন্ধ করে দিয়েছি,
শাসনের অন্ধকার কারাগারে।
তোমার পিঠে তুলে দিয়েছি,
নিজেদের হতাশায় ডোবা,
ভারী বইয়ের বোঝা,
অনিশ্চিৎ স্বপ্নে বিভোর,
ইঁদুর দৌড়ের খেলায়।
রক্তাক্ত করেছি তোমার কচিমন।
ডানা কেটে দিয়েছি তোমার,
নীল আকাশে উড়াবার।
খিড়কী লাগিয়ে দিয়েছি,
তোমার চলার পথে,
দুরন্ত আত্মা তাতে স্তব্ধ হয়ে আছে।
ক্ষমা করে দিও তুমি,
স্বার্থলোভী এই আমাদের।