রবীবাবুর সেই " দুই বিঘা জামি"র জমিদার যদি হতে পারতুম!
পারতুম যদি ক্ষমতাবান কোন কেউকেটা হতে!
তবে স্বপ্ন দেখার দুঃসাহস করতুম!
করতুম বাগানবাড়ি,
শানবাধাঁনো পুকুর,
সরষে ক্ষেত,
ধান ক্ষেত !
আরও কত কি!

হাজারও গোরুর বাথান দিতুম,
দুধ!
দই! ঘি!
খেতুম চেটেপুটে! আঙুল ডুবিয়ে!
গা বেয়ে বইতো আমার-
চকচকে সুগন্ধি তেল!

যদি সেই জমিদার বাবু হতুম!
তবে উপেনবাবু যক্ষের ধন!
কলিজার টুকরো জমিখানা নিয়ে নিতুম!
নিয়ে নিতুম তার স্বপ্নভরা দিন!
স্বপ্ন সাজাতুম নিজের মতো করে!

আমি সেই "দুইবিঘা জমি"র -
জমিদার বাবু নই!
নই কোন কেউকেটা মানুষ!
ইচ্ছে করলেও নিতে পারি না
সেই  " দুই বিঘা জমি"!
তাই তো আমার নেই কোন -
স্বপ্ন গড়ার আশ্বাস।
আছে শুধু হতাশা আর দীর্ঘশ্বাস!