তোমায় ভালোবাসতে বাসতে,
আমি আজ নিঃস্ব, শুন্য পাত্র ন্যায়।
চেয়ে দেখো আমার চোখের পানে,
সেখানে তোমারই ছবি আঁকা।
আমার বুকে মাথা পেতে শুনো,
হৃদপিন্ডটা লাব ডাব নয়,
যেনো প্রতিটি মুহূর্তকাল শুধু
তোমার কথাই বলছে।
অনুভব করো কি,
আমার গরম নিঃশ্বাস?
আজ সেখানেও তোমার উপস্থিতি।
ধমনি শিরাগুলো একএক করে
কেটে দেখো,
দেখবে লোহিত কনিকা,
শ্বেত কনিকায়
তোমার নাম লেখা।
আমার বুকের জমিন,
উপর- নীচ সবটুকু
দলিল করে দিয়েছি তোমায়।
প্রিয়তমা তাইতো আজ নিজেকে আর
বাসতে পারিনা ভালো।
ভুলেই গেছি কিভাবে বাসতে হয়,
কিভাবে সাজাতে হয় জীবন?
প্রিয়তমা তুমি কি পারো না আমার
ছন্নছাড়া জীবনটাকে নিজের মতো
একটু একটু করে গুছিয়ে নিতে?