মানবতার ধারক বাহক মানুষ,
সেই মানুষই আজ বিবেকহীন,
নৈতিকতাবিহীন স্বার্থলোভী
সরীসৃপ যেনো আজ।
গিরগিটির মতোই সিদ্ধ,
ক্ষণেক্ষণে রঙ বদলানো,
জীবন নাট্যের এক চরিত্রের,
অপর নামে অলংকৃত মানুষ!
টিকটিকির লেজের মতোই
বিবেকটাকে ছুঁড়ে অমানুষের
খোলসে আবৃত এক জীব।
মাংসাশী প্রাণীর মতোই
আজ মানুষের হাত রঞ্জিত,
মানুষেরই টকটকে লাল রক্তে।
মানুষের সামনেই লাঞ্চিত হয়
আরেক মানুষ।
লালসার কামনায় ক্ষত-বিক্ষত করে
দেহ মন নামক রক্তে মাংসে গড়া,
অভিশপ্ত মাংসপিণ্ডটাকে।
নর-নারী ভালোবাসার জৈবিকমোহে
অসভ্যতার নিষিদ্ধ খেলায় মত্ত,
ফসলের ঠাই হয় ফুটপাত ডাস্টবিনে!
হায়রে মানুষ সভ্যতার জগত ছেড়ে
অসভ্য জাগতের পানে ধেয়ে চলা,
আদিম খেলায় মত্ত মানুষ।।