৪৭' দেখিনি আমি,
দেখিনি ৫২'র ভাষা আন্দোলন,
৬৬'র ছয়দফা আন্দোলন কিংবা
আগরতলা ষড়যন্ত্রের ফসল,
৬৯' র গনঅভ্যূত্থান কিংবা
৭০' র সাধারন নির্বাচন।

শুনিনি ৭১'র ৭ই মার্চের ভাষণ,
২৫' মার্চের কালো রাত্রি দেখিনি আমি।
দেখিনি ৭১' র স্বাধীনতা সংগ্রাম,
দেখিনি নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ।

লাখো শহীদের রক্তে ভেঁজা
সবুজ ঘাস দেখিনি আমি,
দেখিনি সম্ভ্রমহারা মায়ে আর্তচিৎকার,
দেখিনি স্বজনহারা মানুষের
বুক ভেদ করে আসা অশ্রুজল।
পোড়ামাটি  কিংবা ক্ষতবিক্ষত
বিদ্ধস্ত বাংলাদেশ।

স্বাধীনদেশে জন্মেছি আমি,
দেখেছি লাল-সবুজের পতাকা
কেমন করে বাতাসে পতপত করে উড়ে।
স্বাধীনতার গল্প শুনেছি,
শুনেছি মুক্তিযুদ্ধের ইতিহাস।

শুনেছি স্বাধীকার আন্দোলন,
ছয়দফা আন্দোলন কেমন করে
দেশমুক্তির আন্দোলনে
একদফায় পরিনত হয়।

এ আন্দোলন ছিলো
অর্থনৈতিক মুক্তি,
এ আন্দোলন ছিলো
শোষক আর শোষনের বিরুদ্ধে,
এ আন্দোলন ছিলো
বাক স্বাধীনতার ।
স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আন্দোলন।

৪৬ বছর পরে এসেও দেখি
জুলুম আর নির্যাতন,
নেই বাক স্বাধীনতার অধিকার।
দেখি অর্থনৈতিক বৈষম্য
আর মানুষের হাহাকার।
দেখি দুর্নীতি আর দুঃশাসন,
বোর্জুয়াগোষ্ঠির চোখ রাঙানি।
স্বাধীনতা পেয়েছে ওরা,
পায়নি আপামর বাঙালী ।

আজ একটা যুদ্ধের দরকার।

তরুন সমাজ জেগে উঠো,
রক্ত করো গরম পেশি করো শক্ত।
আর একটা যুদ্ধ চাই,
সত্যিকার স্বাধীনতার জন্য,
সত্যিকার সোনার বাংলার জন্য।