আমায় রক্ত দাও!

লিংকন

নেতাজি শুভাস চন্দ্রের মতো আমারও বলতে ইচ্ছে করছে--

" তোমরা আমায় রক্ত দাও!
আমি তোমাদের পূর্ণ স্বাধীনতা দিবো। "

কিন্তু এখনকার বেশিরভাগ রক্তগুলো বেশ দূষিত!
গোলামীর শৃঙ্খলে আবদ্ধ!

কিছু মানুষের রক্তে আবার
তেলাপোকার হিমোসাইট বিদ্যমান!
সেখানে হিমোগ্লোবিন নেই!
আছে অন্ধকারে লুকিয়ে থাকার অভিঃপ্রয়াস!

আমাদের মুখগুলো দন্তহীন
ঊইপোঁকার মতো শক্ত,
পাড়ায় মহল্লায় চায়ের দোকানে
কিংবা ফেসবুকেই শুধু ঝর তুলতে পারে!
হাম্বিতাম্বি আর নিস পিস  করে দুর্বল হাতদুটো!
অথচ মন পরে থাকে অনিশ্চয়তা আর অবিশ্বাসে!

বুকের ভিতরে যে হৃদপিন্ড,
সেখানে আর সাহসের লেশবিন্দু নেই,
আছে লজ্জামুখী বানরের মতো
মুখ লুকিয়ে চলার অন্তিম আকূলতা!

আমাদের আছে নির্লিপ্ত  কোটিকোটি জনগন,
কিন্তু সেখানে নেই কোন  বাঁধভাঙা স্রোতের মতো শক্তি!
নেই অসীমকে জয় করার সাহস,
নেই দুর্নীতি নিপীড়ন নির্যাতনের বেড়াজাল ছিঁড়ে
সত্যিকার স্বাধীনতার আলো জ্বালিয়ে দেওয়ার রসদ।

যেনো ৭১' হারিয়ে গেছে সব, সবগুলো স্বপ্ন!

তাই তো অসুরের কালো থাবা দিকে দিকে।

তবে কিছু কিছু জীবন আছে,
যারা চায় সব বাঁধা পেড়িয়ে,
গুমোট আঁধারে সোনালী আলো জ্বালাতে!
চায় সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে,
খাঁটি সোনার মতো দেশটাকে গড়তে!

তাই তো তাদের নিয়েই আত্মবিশ্বাসের সাথে
আবারও বলতে ইচ্ছে করে ---

"তোমরা আমায় রক্ত দাও!
আমি তোমাদের পূর্ণ স্বাধীনতা দিবো "।

০৪/০৯/২০২০ ইং।