ইদানিং হতাশাটা বেড়ে যাচ্ছে!
ছেয়ে নিচ্ছে সোনালী স্বপ্নের উপর-
কালো ছাঁয়ার বিভৎস্য আবরণ।
এর পরতে পরতে যেনো মিশে যায়-
স্বচ্ছ লোনা জল!

দিকে দিকে শুনি -
বুকফাঁটা নিরব আর্তনাদ!
অসহায় চোখে অনিশ্চিত জীবন!

কোথাও কোন ভরসা নেই!
নেই কোথাও কোন আশার আলো!

আলো নেই!
নাকি জ্বালাবার রসদ নেই -
হিসেব মিলে না তার!

দিনকে দিন -
কোথায় যেনো হারিয়ে যাচ্ছি!
হারিয়ে যাচ্ছি -
নিকষ কালো কোন অতল গহব্বরে!