আল্লাহ মেহেরবান!
লিংকন
সময়গুলো যাচ্ছে চলে
যাচ্ছে দিনগুলো!
কাজের কাজ হলো না কিছুই,
শূণ্যই রয়ে গেলো!
জীবনের খাতা পূর্ণ হলো
পাপের কথা লিখে!
শেষ বিচারে জবাব কি হবে?
শুধু জাহান্নামই ভাসে চোখে!
এখনো কি সময় আছে!
আসছে মরন ধেঁয়ে!
তওবা করে আল্লাহর পথে
চলো সবাই মিলে!
ওগো আল্লাহ -
তুমি দয়াময়!
তুমিই মেহেরবান!
ক্ষমা করে দিও মোদের
দিও না জাহান্নাম!