আসলেই ব্যাপারটা খুব মজার
নীল আকাশটা ছেয়ে গেছে কালো মেঘে,
মন আনমনে খুঁজে ফিরছে একটু বাতাস,
বিষণ্ণ বাতাস নিস্তব্ধ হয়ে আছে
শূন্যতার ভিতরে সে গ্রাস হয়ে আছে,
বেদনার ঘ্রান নিয়ে অবিরাম তার পথচলা।
এতটুকু প্রান নেই আজ সূর্যের,
অভিমানে থমকে গিয়ে মুখ লুকাচ্ছে বার বার।
ঋণে ঋণে ভোরে গেছে শরীর,
শরীরে অভিমানী কিছু অনুভূতি
বুকের পাঁজর ঘেঁসে বিমর্ষ চোখে তাকিয়ে,
প্রান নেই, কেবলি ক্লান্তি।
কিসের এতো শুন্যতা,
চোখের কোনে জমে থাকা মেঘ
টোকা দিলেই শুন্য কুয়াশায়
ব্যাকুল আগ্রহে ব্যথার বালুচর জেগে উঠবে।
বিমর্ষ চোখ কেবলি নিরব,
যেন শর্তহীন বন্ধক রেখেছে
চোখের কোনার এক ফোঁটা জল।