ইচ্ছে ছিল তুই যে রাজ্য আমি যে তার রানী
যেথায় হেথায় বিলিয়ে দিব আমার কিছু বানী।
মাঝে মাঝে প্রেম করে খাব ঝালমুড়ি
তুই ও খাবি আমি ও খাব দেবো টাকা কুড়ি।
চোখের বুকে চাপা কষ্ট মুখের শুধুই হাসি
তুই যে আমার আমি যে তোর কতই ভালবাসি।
কষ্ট সময় পার করি যে কাগজ কলম খেলা।
তুই তো বলিস কবিতা লিখি নষ্ট সময় মেলা।
কাগজে কলমে চাষাবাদ স্বপ্ন সেথায় কতো
সার সোহাগে ভালোবাসি আমায় বাসি যতো।
চৈতাগুনে পুড়ে যখন আমার মনের কোন
তুই যে আমায় আঁকড়ে থাকিস শোন কবিতা শোন।