দোলা দিয়ে যায় মনের অভ্যন্তরে
তুমি আসবে বলে, তপ্ত পিচঢালা পথ পেড়িয়ে
মেঘেদের রাজ্য ঘুরে
সূর্যের মনকে ভিজিয়ে-
সময়ের জোয়ারের টানে,
হেসে এবং কেঁদে নিশ্চিন্তে তোমার আগমন।
আজ আকাশের ঘুম নেই,
চোখে লক্ষ সমুদ্রের জল।
জানালার কাঁচে নীরব চাঁদ উঁকি দিচ্ছে,
ছুঁয়ে যাচ্ছে ডিসেম্বরের বিশ।
আর একটি বছর হারানোর বেদনা
মনের ব্যালকুনি জুড়ে।
আগামী আজ ডাকছে আমায়,
জীবনকে চিনতে হবে নিরাপদ শ্বাসে।
পাখিরা আজ গাইছে গান
অভিবাদন জানাবে সমুদ্র ও,
বিরহের বাঁশি ডাকছে পিছু
কিছু স্মৃতি নিয়ে কালের উঠোনে।
আমি থামবো না মুখরিত এই দিনে
তোমার হৃদয় গভীরে যাবো মিশে
প্রতিটি কাজে, আলোকিত হয়ে
পৃথিবীকে করবো আলোকিত,
শুভ্র সতেজ শক্তিতে।