মা তুমি স্বাধীন হবে
কতো বড় আর হলে,
বড়রা নাকি আপনি স্বাধীন
বাবা সেদিন বলে।
আচ্ছা মাগো বলতো আমায়
দেশটা স্বাধীন হলে,
গাছ গাছালি যেতো নাকি
ভরে ফুলে ফুলে।
স্বাধীনতার অর্থ কি মা
বাবা বলে জানো,
যা ইচ্ছে করতে পারি
যা খুশি তাই শোন।
কবে আমি স্বাধীন হবো
ইচ্ছে মতো চলা,
দুষ্টুরা সব পিছু নিলে
দিব কানটি মলা।
বলো মাগো তুমি আমি
একসাথে বড় হলে,
বাবার ঐ অত্যাচার
যাবে নাকি চলে।