আমার সাথে যাবে বন্ধু ছোট্ট আমার গাঁ
সেথায় জানো বসত করে প্রিয় আমার মা।

সরু পথের দুই ধারেতে কত রকম গাছ,
মাটির গন্ধে প্রান ভরে যায় পুকুর ভরা মাছ।

কৈ মাছ আর শিং মাছের ঝোল কত যে ভাই মজা,
সাথে দিবে মা যে তোমায়  তাজা পুঁঠি ভাজা।

শান বাঁধানো পুকুর পাড় যে উদাশ করে মন,
বাড়ির পাশে আছে মায়ের ছোট্ট একটা বন।

নাম না জানা কত যে গাছ কত রকম ফুল,
মৃদু হাওয়ায় দোলে যেন মায়ের কানের দুল।

ওই পাশেতে বাঁশ ঝাড়টা কত আঘাত সয়ে,
দাঁড়িয়ে আছে শক্ত হয়ে মায়ের ছায়া হয়ে।

মস্ত একটা উঠোন মায়ের বৃক্ষ কুলের মেলা,
দক্ষিণ পাশটায় হাছনা হেনার লুটোপুটি খেলা।

ঝিরি ঝিরি ঘ্রাণ যে তার মিষ্টি মিষ্টি সুখ,
এগিয়ে আসে রাতের চাঁদ ভুলায় যতো দুঃখ।

মিষ্টি দোলায় দোলে কদম মনটা যায় ছুঁয়ে,
নব তরঙ্গে উছলে উঠে যৌবনের গান গেয়ে।

ভুলেই গেছি করমচার ডালে মৌমাছিটার বাসা,
প্লাবিত হয় স্বপ্নে তারা কত কি যে আশা।

মায়ের কত হাঁস মুরগী আর আছে এক কাক,
চুরি করে সব খেয়ে নেয় পেলেই একটু ফাঁক।

মনটা তোমার ভালো হবে গেলে মায়ের কাছে,
মা যে আমার স্বর্গের সুখ মনটা পরে আছে।