হৃদয়ের চঞ্চলতায় ক্লান্ত নয়নে আঙুল ছুঁয়েছে
প্রেয়সীর চিবুক ছুঁয়ে যাওয়া চোখের জল,
জীবন্ত আঙুল জমে থাকা কষ্টের পাগলামিকে
পান করে ভীষণ যন্ত্রণায়।
বাধাহীন অমর স্বপ্নগুলো
মৃদু বাতাসে
এলোমেলো হয়ে যায়।
চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে
বেহিসেবির মতো,
যেখানে অতৃপ্ত কষ্ট আর চোখ রাঙ্গানির
সেই আওয়াজ কারো কাছে পৌছায় না।
মিলে না জীবনের হিসাব,
জমা হয় প্রতিদিনের নতুন শপথ।
স্মৃতিরা যেখানে শুধুই বহমান,
উঁকি দেয় হৃদয়ের না বলা
লুকিয়ে রাখা যত কথা।
মনে হয় বহতা নদীর মতো
উন্মুক্ত করে দিয়েছে হারিয়ে যাওয়া
আমিত্বের অস্তিত্বকে।
সহানুভূতির দেবতা যেখানে নিঃশেষ করা
অস্তিত্বের রক্ষাকবচে শুধুই ম্লান।