আজকে আমার মন মাতাল, মুগ্ধ আমার মন,
চায়ের কাপে বুঁদ হয়ে যাই, উদাস খানিকক্ষণ।

রোদ ঝল মল মনের মাঝে, দূর আকাশের নীল,
সত্য মিথ্যায় কোথায় যেন, তোমার আমার মিল।

নিত্য আমি হিসেব কষি যান্ত্রিক মেকি সুরে,
ফোনটা হঠাৎ বাজেনা আর, অলস অবসরে।

জীবনটা কি আসলেই এমন, সব ই শুধু ভুল,
একদা সে ভাবতো আমায়, কাঁঠাল চাঁপার ফুল।

আপনি তুমি তুই যে আমার, কত আপন বল,
কেমন করে আমার সাথে, করলি এমন ছল।

চেয়ে দেখ ঐ আকাশটায় রোদ বৃষ্টির মেলা,
এমন করে আর কখনো, খেলিসনে এই খেলা।

ছায়া মানব হয়ে তুমি,  ছায়া নিলে তুলে,
স্মৃতির নাবিকেরা সেটা যাবে কি আর ভুলে।