শিউলি ফোঁটা শিশির ভোরে
আমি তোমার সেই,
হুরমতিরা নেশায় মাতাল
ভাঙ্গছে না যে খেই।
মাতাল মলিন স্মৃতির ফোঁটায়
শীর্ণ ক্ষত মন,
হুরমতিরা দেহ বিলায়
কত আয়োজন।
হুরমতিদের পথের বুকে
উদাস আকাশ খেলে,
এলোমেলো পাণ্ডুলিপি
যৌবনটা ও মেলে।
চাঁদের মতো মুখটাতে আর
লাজুক হাসি নেই,
ভাবছি বসে তাদের ই কথা
আমি তোমার সেই।
আমি তুমি সবার মনে ই
হুরমতিদের বাস,
কি দোষ ছিল হুরমতিদের
জীবন সর্বনাশ।