বাতাসে আজ উড়ছে উত্তাল আমার মন ,
প্রবাহিত জলতরঙ্গের মতো অস্থির
স্বপ্নের মধ্যে আমি এগিয়ে যাচ্ছি।
মনের প্রতিটি ভাঁজে বসন্তের অনুভূতিগুলি
আত্মার সাথে মিসে প্লাবিত করে দেয়,
বিষাদে ছুঁয়ে দেয় আমার মন।
তাই বুঝি আজ আমার মনে
এত আকুলি বিকুলি, তাকিয়ে আছি শূন্যতায়।
মনের ভিতরে শুধু ই শুন্যতা ,শুধু ই হাহাকার,
বিষাদে ছুঁয়ে আছে আমার মন।
তপ্ত পথটা পাড় হয়ে আসতে পারলে
অথবা আমাদের হৃদয়ের না বলা কথা গুলো
বিনি সুতোয় বাঁধতে পারলে,
হয়তো আমাদের এ কাব্যটা হতে পারতো
পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের কাব্য।
তোমার না বলা কথার অংশ যদি
ঝর্না হয়ে নেচে বেড়ায়,
জলপ্রপাতের সংগীত হয়ে
জাগিয়ে রাখে তোমায় যুগ যুগ।
খণ্ড খণ্ড শব্দ যদি তোমাকে ব্যাকুল করে,
বুকের ভিতরের অনুভূতিগুলো-
যদি নীরব মনে কাঁদে,
আমার মনের শুন্যতা কি দিগভ্রান্ত নাবিকের মতো
তোমাকে পথ হারা করবে।