বাতাসে পাতা আছে আমার স্বপ্নের জাল
মনের সুপ্ত বাসনারা উঁকি দেয়,
কেউ কি তা অস্বীকার করবে।
আমি ক্রমাগত ভোরের দিকে চলছি
বাস্তবের দরজা মেলে,
আমি দাঁড়িয়ে থাকি স্বপ্নের উঠোনে।
চির যৌবন উদ্দীপ্ত দুপুরটা
সূর্যকে বলেছে নির্বাসনে যেতে
মেঘমালার দেশে।
বিকেল আমাকে খুঁজে নেয়।
আমার পদ্ম গভীর চোখে
কাজল এঁকে দিবে।
সন্ধ্যার কালো ছায়া,
আমার চোখে চোখ রাখে।
অতন্দ্রপ্রহরীর মতো।
মুক্তোর মতো আকাশে হেঁটে চলা
ঐ তারকারা
আমার বেদনা টের পায়।
রাত্রি তার নিজের অন্ধকার দিয়ে
আমার মন রাঙায়
হতাশার নীলে।