সাদা মেঘের আকাশ টাকে চুমু খেয়ে বৃষ্টি,
ছল ছলিয়ে নামলো মেঘ আহা কি যে সৃষ্টি।

রোদের তাপে মাথা গরম মাথার কথা ছা্‌র,
সূর্য- বীর্যে গর্ভবতী আকাশ টার ই হার।

মহাকালের কিশোরী যে সমুদ্র যাকে ডাকি
উথাল পাতাল রূপ দেখে তার ভয়ে  কাঁপি।

মন জুড়ে তার আনাগোনা মিটে কি আর আশ
খোপায় পরি গুচ্ছ নীল তারায়  আমার বাস।

মিছেই বাতাস দিশেহারা ছুটছে লাটাই ঘুড়ি,
আকাশটার কি দোষ ছিল যে মেঘের মন টা চুরি।

মেঘ যে তোমায় ভালোবাসি ভুবন ভরা সুখ,
ঝরঝরিয়ে বৃষ্টি এলো রইলো না আর দুঃখ।