নিয়তি এমন একটা সাপ
যে ক্ষুধায় নিজেই নিজেকে ভোগ করে।
বিবর্ণ বিবশ দিন নিঃশব্দে চলে যাচ্ছে,
লাল নীল রক্তের ছোপ এদিক সেদিক।
দিনে দিনে বেড়ে যাচ্ছে কসাই,
ব্লগার নামের জন্তু গুলোকে
যেখানে পাচ্ছে সেখানেই জবাই।
আহ নিয়তি!
সের দরে মাংস বিক্রি করতে পারছে না,
এগিয়ে আসছে, ক্রমশ এগিয়ে আসছে।
নিয়তি আজ ভীষণ বিব্রত,
জনতা এখন আর সংগ্রামে নেই।
প্রতারণার প্রলোভন আজ
বাঁচবার অধিকার কেড়ে নিয়েছে,
সভ্যতা আজ নগ্ন ভিক্ষুক মাত্র।