দৃষ্টি ভেজা বৃষ্টি জল
নীল সাগরে ডুবে,
স্বপ্ন চূড়ার স্বপ্নেরা শেষ
আঁকব কাজল কবে।
পরখ করি ভালবাসার
পূজা দেব মন্দিরে,
দাঁড়িয়ে থেকেও চেতনা হারাই
উদাস চাঁদের প্রহরে।
কেঁদে কেটে হৃদয় দুয়ার
কুহুকিনি সূরে,
প্রজাপতির আনাগোনা
মন আঙিনা জুড়ে।
হায়রে নারী আগলে রাখে
কত কি যে রূপে,
পুরুষ তাকে তপ্ত করে
নামের পদ প্রদীপে।
কেঁপে কেঁপে চাঁদ কয়
তোমার আলোয়
রাতের কালো
থাকবে নাকো, হবে ক্ষয়।