অনেকটা মূল্য দিতে হয়েছে তোমায় পেতে,
সুখের উঠোন জুড়ে রোদ চিক চিক করছে আজ।
ভিতরের ক্ষরণ থেকে এক সময়
বিচ্ছুরিত হচ্ছিল লাল নীল আলো,
উদগ্রীব হয়ে অপেক্ষায় ছিলাম
প্রত্যাবর্তনের পথে।
মিথ্যা আদরে ক্ষত আমার মন,
আর আহত করো না।
প্রতীক্ষার প্রহর লেপটে আছে সারা শরীরে।
জগৎ সংসারের করালগ্রাসের থাবা,
মরা নদীর চড়ের মতো
আমাকে পরিচর্যা করে।
জড়া আর খরায় লাঙল চালায়
হৃদয় জমিনে।
দুঃসময়ে ভালোবাসার আকাল দেখেছি আমি,
মুঠিবদ্ধ বিবেক বিকশিত হতে পারেনি।
হৃদয় কেটে রক্তক্ষরণ হয়েছে
সত্য অসত্যের ভাবনায়।
কষ্টের সাথে সখ্য গড়ে ও
আমার বিবেক কখনো ই আমি বন্ধক রাখিনি।