প্রেমে কৃষ্ণ ক্ষত
বিরহের আগুনে,
মনে মনে কত ফুল
ফোটে তার ফাগুনে।
নদীর ঢেউ যেমন
আসে আর যায়,
অনুরাগে প্রেমের উন্মেস হলে
মিলনে সার্থকতা পায়।
রাধা পূর্ণ শক্তি যখন
কৃষ্ণ শক্তিমান,
কৃষ্ণের এ ইচ্ছা ধরে
প্রেম যার নাম।
কৃষ্ণের ষোল শ' গোপিনী
একা ছিল রাধা,
কৃষ্ণেন্দ্রিয় প্রীতিইচ্ছা
প্রেম মানে সদা।
সাধারনের প্রীতি যদি
হয় নাম কাম,
কৃষ্ণের প্রীতি কেন
হবে প্রেম নাম।
কৃষ্ণের বাঁশীর সুর
রাধা রাধা বোল,
কত নারী গোকুল নগরে তবু
কৃষ্ণ- রাধাতেই বেভুল।
সাত পাঁচ সখি মিলে
যমুনাতে আসি,
কৃষ্ণ নিল জাতিকুল
প্রান নিল বাঁশী।