মেতে উঠা জীবনটা নিথর হয়, নিঃশব্দে বাজে শেষ ঢক্কা,
মুহূর্তের আবেগ মিলাতে সময় নেয় না একরত্তি ও।
তুমি আসবে বলে দু চোখ ডুবে যায় প্রজাপতির পাখায়।
সীমান্তের কাঁটাতারের ওপারে তুমি আছো।
এ জন্মের মাতাল করে তোমাকে চাওয়া
থমকে আছে কাঁটাতারের সম্মুখ সমরে।
অস্তিত্বের সঙ্কটের জন্য এ জীবনে তোমাকে ছেড়ে
অপেক্ষা করতে হবে পরজনমের, তখন
মনের বেলোয়ারী আঙিনা জুড়ে থাকবে শুধুই তুমি।
তোমার কারনে সাগর পারের হাওয়ায় উড়েছি
বালিকার দু বেণি দুলিয়ে,যূথীবনে মেঘলা হাওয়ায়।
উদাসী চোখে তাকিয়েছি ক্ষণে ক্ষণে।
আনমনে কত কি ভেবেছি, তুমি আসবে শুধু হাসবে,
পাশে বসে ভাবনায় আনমনে হারিয়ে যাব,
চোখে চোখে বিজুলি চমকাবে শ্রাবন বরিষণে।
বিবেক থেকে ব্যাকুল এই আকুতি স্বেচ্ছায় বন্ধক রেখেছি
পরের জনমের কাছে,
তোমার মনে থাকবে তো?