আমাকে তুমি টান কেন
তোমার সময় কত বাকি,
না হয় আমায় ছুঁড়েই দিলাম
জানছে সবাই নাকি।
ঝলক তোমার চোখে চোখে
রুদ্ধ মনের দ্বার,
মায়ার ভিতর বসত করে
অচেনা অন্ধকার।
কোথায় পাব ঘাসের ডানা
এলিয়ে দিতে চুল,
রোদের চাষ যে তোমার চোখে
দর্পণেতে ভুল।