বইয়ের মেলা প্রানের মেলা
লাগছে খুব ই মজা,
ভয়টা আমার অন্য খানে
পুলিশ দেশের রাজা।
বইয়ের মেলায় ঢুকতে গিয়ে
খুব যে ভয় করে,
বইয়ের মেলায় ঢুকছি নাকো
ঢুকছি কারাগারে।
নিজের লেখা বইগুলো আমার
নানান বইয়ে ঠাই,
তাকিয়ে তাকিয়ে দেখি শুধু
গর্বে ভরে যাই।
ছোট্ট শিশু মায়ের কোলে
বই হাতে তার সুখ,
এরাই একদিন বড় হয়ে
উজ্জ্বল দেশের মুখ।
চিন্তিত আমি মনটা ফাঁফর
বইয়ের কি যে ঘ্রান,
বইয়ের ভিতর মনটা আমার
বই গুলো ই প্রান।
বিকি কিনি কত তথায়
কত হাসি সাজ,
একই স্বপ্ন সবার মাঝে
এগিয়ে চলা আজ।
বেগুনি আর চায়ের স্টল
খুবই করি মিস,
বইয়ের মেলা প্রানের মেলা
ভালবাসা নিস।