অসীম মমতায় এক ঝুড়ি চাঁদের আলোয়
পাঠিয়েছি তোমার ঠিকানায়।
এবার বলো আর কি চাই তোমার।
ফুলের রেখে যাওয়া বীজ
যা বৃক্ষ হবে বলে কথা দিয়েছিল,
এক মুঠো জোনাকির আলোকে বাহন করে
বীজগুলো পাঠালাম তোমার উদ্যানে।
জীবন থেকে বেরিয়ে আসা স্বপ্ন গুলোকে,
পাহারা দিয়ো অতন্দ্র প্রহরীর মতো।