তুমি তোমার নিজের অধিকার ছিনিয়ে নিতে না পারলে,
কেউ না কেউ একদিন সে অধিকার ছিনিয়ে নিবে।
মনের ভিতরের লুকিয়ে রাখা ইচ্ছে গুলো,
চাবুকের মতো তেজি সটান করে যদি
সংখ্যাহীন জোছনায় উড়িয়ে না দেয়া যায়,
পকেট ভর্তি স্বপ্নের ঝনৎকার জয়ধ্বনি
সশব্দে দরজা খুলে চলে যাবে অন্যের অধিকারে।
অন্ধকারে দাবা খেলে এ কঠিন পৃথিবী
নিঃশব্দে পৌঁছে যেতে পারে, ভোররাতের
কম্পমান কম্পাসের মতো অনিদ্রায়,
মুছে দিতে পারে সভ্যতার সকল পদক্ষেপ।
সেই সব নিস্তব্ধতার মধ্য থেকে,
তোমার কণ্ঠস্বর যদি ক্রন্দনে ডুবে যায়,
তুমি যদি লড়াই করে জিতে না আন তোমার অধিকার,
নিপীড়নের কঠিন হাত তোমাকে
তোমার অধিকার থেকে বঞ্চিত করবে।
কেউ না কেউ সে অধিকার ছিনিয়ে নিবে ই।