সেদিন অবেলার বৃষ্টিতে ভিজে একাকার।
অর্ধেক তুমি ভিজলে,
বাকিটা বৃষ্টি পাঠিয়ে দিলে আমার চোখে।
তোমার অচেনা মুখটা দূর থেকে
এত চেনা মনে হচ্ছিল যেন,
আড়াল থেকে কিন্নর কণ্ঠি শ্রাবণ
মুখ ঢেকে নিল নিরবে।
মনের বারুদ যখন
আশ্রয় নেয় চোখে,
অতীত স্মৃতি বার বার ধেয়ে যায়
আগামীর কামনায়।
প্রতিটি প্রহর যদি রাখী বাঁধে
অনুরাগে,
প্রথম দেখাতেই চিনবে তো আমায়।