মৃদু হাওয়ায় এসে ছুঁয়ে যায় মনে
পুরানো দিনের গান,
নতুনকে তাই বরন করিব আজ
ভুলে যত অভিমান।
বিশ্বাস ও নেই চারদিকে
ভেঙ্গে যাচ্ছে সব স্বপ্ন,
জানোয়ার হয়ে বাঁচতে চাই না
মানুষ না হই যদি কখনো।
মানবাধিকার দেশপ্রেম
কত কি যে বুলি,
সময় মতো নিজের খোলস
আপনাতেই যেন খুলি।
মানুষ কখন যে নিজের অজান্তে
নিজের গোসত খায়,
ভয়াল হিংস্র লোলুপ দৃষ্টি
লুটিয়ে তাহার পায়।
সত্য মিথ্যার পিচ্ছিল পথে
যমদূত হয়ে ত্রাস,
আততায়ী যেন লুকিয়ে আছে
আমাতে ই বসবাস।
শূন্যতার যে অদ্ভুত স্বাদ
ব্যর্থতার কষ্টে বিলীন,
নতুন বছরের নতুন স্বাদ
যেন অনুভূতিতে হয় শালীন