আমাকে তুমি মনের মতো একটা কবিতা দাও
আমি তোমাকে একটা ফুল দিব,
উদাশ নয়নে ভাসিয়ে দিব
গতিময় বিশাল আলোক রশ্মিতে।
কাব্যিক ছন্দে মেঘপুঞ্জের আকাশটা
তোমার মনকে ছুঁয়ে দিবে।
আশীর্বাদ হয়ে সূর্য সাগর পৃথিবী
স্নিগ্ধতায় জড়িয়ে দিবে,
দ্যুতি ছড়াবে অসীম মমতায়।
সেই একটা কবিতার অপেক্ষায়
হাজারো গুলি আমি বুক পেতে নিতে পারি।
দাউ দাউ করে পুড়ে যেতে পারি
সূর্যের ক্ষরতাপে,
আগুনে ঝাঁপ দিতে পারি এক নিমিষে।
পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়া সুখটাকে
দলিত করতে পারি হেসে হেসে,
শব্দ নেড়ে চেড়ে যদি একটা নিখুত কবিতা পাই।
শুধু একটা নিখুত কবিতার আশায় আমি দগ্ধ হচ্ছি।
না পাওয়া একটা কবিতা,
কষ্টের ডালা পালা মেলে
সুতা কাটা ঘুরির মতো গোত্তা খেয়ে,
আমার আকাশটা কে ভারী করে তুলছে
প্রতিনিয়ত।