হাসতে হাসতে পেটে খিল, বুঝছি না তো কিছু,
এমন করে হাসি কেন ছাড়ছে নারে পিছু।
  
ভুল করেছি ভুল করেছি, ভুল করেও হাসি,
হাসতে হাসতে ক্ষুদিরাম ও পড়েছে গলায় ফাঁসি।

তোমার গালের টোল পড়ানো, কেমন হাসি বাঁকা,
কোন যাদুতে আমার জীবন, সবই দেখি ফাঁকা।

শুকনো নদীর মাঝে দেখ, হাসে শাপলা ফুল,
হিংসে দেখ প্রজাপতির, ফড়িং চক্ষুশূল।

হৃদয় সাথে মাখা মাখি, হাসা হাসি কত,
ভালবাসার একটু ব্যথায় কষ্ট শত শত।

চাঁদটা আজ নাইবা হাসুক, মুখ লুকিয়ে মেঘে,
নিভে যাওয়া জোছনারা আজ রাতটা কাটুক জেগে।

গীটার তারের হাসি দেখ, তালে সুরে লয়ে,
একটু তালে ভুল হোল যেই, মরে যাইরে ভয়ে।

দুহাত দিয়ে আড়াল করা, আলোর শিখা হাসে,
মন মননের আলো তখন তোমার চোখে ভাসে।