একটু খানি দেখা,
চোখে চোখ
মনে মন
হারাই দু জন ।
কিবা তাতে যায়
কি যে করি হায়।
শুধু প্রা্ন,
কি যে ঘ্রান
মহাকাল হাতড়াই
যদি কিছু পাই ।
তোমাকেই চাই
যদি বা না পাই।
শুধু ভয় ,
কি যে হয়
কেঁপে উঠে মন
মাছি ভন ভন ।
হয়েছে যা ভুলে
কথা মন খুলে ।
বুঝি কেঁপে উঠে মন ,
নির্লিপ্ত কিছুক্ষন
রাতে রাত
হাতে হাত
অবাক হৃদয়।
কি জানি কি হয়।
কথা দিয়ে মন ,
হারাতে কতক্ষন
তবু কি যে চাই
পাই বা না পাই
আরো বেশী চাই ।
হারাবার ভয়
তাতে কি বা হয়।