একলা আকাশের বুকে আমার ঘর
অপেক্ষমান বাতাসের বুকে তোমার স্থিরতা ।
                  কিছু কিছু আশা,
  তাও ভাসা ভাসা ।

ফড়িং ওড়া সবুজ মাঠের ঘাসে
উড়ে যেতে চায় মন,
একাকি যাত্রী ভোরের প্রথম
দাঁড়াই খানিকক্ষণ ।

ধানের মাড়াই, মেঘ করেছে
চড়ক পূজার মেলা ,
চৈত্র সংক্রান্তির উৎসবের আমেজ
ভয়ঙ্কর সেই খেলা ।

সর্ষে ফুলের কান্না হাসি
আমার মায়ের মুখ,
কচুরি পানার সবুজ ডোবায়
লুকায়ে কত না সুখ ।

তরু বনশ্রী , নির্জন মনশ্রী
মহরমের মারসিয়া গান ,
ঘোমটা দেয়া বাংলা আমার
কত কি করেছে দান।