অনেক আনন্দ পাব,
যদি আমাকে একা রেখে যাও।
ফিরিয়ে দাও আমার সব স্মৃতি ।
ব্যর্থতার কষ্টে বিলীন হয়ে
আমাকে আঁকড়ে ধরে
হৃদয় উজার করে স্বপ্ন তৈরি করে
সুখ পুঁজি করে, শুল্ক ফাঁকি দিয়ে,
চোখ বন্ধ করা অনুভূতির জোয়ারে
আমাকে তন্দ্রাচ্ছন্ন রেখে,
হেঁটে গেলে মনের আঙিনা দিয়ে
পা টিপে টিপে।
আমি কি তোমার পোষা পাখি ছিলাম?