মনের মাঝে কষ্ট নিয়ে
এগিয়ে যেতে কিসের ভয়,
প্রতিবাদের আগুন তখন
আলিঙ্গনে জড়িয়ে রয়।

স্মৃতির জানালায়  মৃদু টোকা
বারান্দা টা ও অন্ধকার,
চাঁদের আলর রক্তপাতে
কষ্ট হয় যে নীল আকাশটার।

হতাশায় ও আগুন ছিল
আগুন ছিল মনে,
জানতে ভীষণ ইচ্ছে করে
লাফাচ্ছি কার শনে।

ন্যায় রা সব ভয়ে কাঁপে
স্বপ্ন আগুন বন্যায়,
ভয় পেয়ে তাই দূরে চলে যায়
এগিয়ে আসে অন্যায়।

মুখ টিপে তাই হাসে তারা
নৃত্য করে অবিচল,
অন্যায়ের সবল কণ্ঠ
ন্যায়ের চোখ ছল ছল।

রক্তপাতের আর্তনাদে
আমার শুধু একটা ই ভয়,
দেয়ালে যখন পিঠ ঠেকে যায়
মানুষ তখন শকুন হয়।