নিয়ম ভাঙ্গার গান করেছি
ভালবাসা পান করেছি,
দুঃখ টাকে ম্লান করে
সুখটাকেই ভোগ করেছি।
ভালবাসার উঠোনটাকে
লেপ দিয়েছি চখের জলে।
বৃষ্টি হাসির মেঘের ভিতর,
সুর করেছি মন টাকে।
মেঘের ভেলায় ভেসে ভেসে
খুঁজতে থাকি জোছনা টাকে।
ঘুপটি মারা সন্ধ্যা টাকে
গভীর ঘুমের স্বপ্ন ভেবে,
হাই তুলেছি গুপ্ত ভয়ে।