গভীর রাতে স্বপ্নে দেখি
ঠাকুর মসাই এসে,
বলেন কিরে আমাকে তুই
ভুললি অবশেষে।
অবাক হয়ে গেলাম আমি
কথা গেল আমার থামি,
এটা কেমন করে বললে
রবি ঠাকুর তুমি।
আমি সদাই পড়ি যান
ঠাকুর তোমার লেখা।
এ জীবনে তোমার সাথে
হবে নাকো দেখা।
তোমায় আমি এত ভাল
কেমন করে বাসি,
ক্ষণে ক্ষণে তাইতো আমি
তোমার মনে আসি।
তুমি আমায় দোয়া করো
দাও তো পায়ের ধুলা,
তোমার এতো গান কবিতা
যায় না কো তা ভুলা।
গান কবিতা দিয়ে তো আর
শেষ হয় না রবি,
তার পরে ও এঁকেছ তুমি
কত শত ছবি।
এত শত গুন যার
ভুলা কি যায় তারে,
তোমার যেন দেখা পাই
আমি পর পারে।