হাসি উত্তরিলা
মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি, সতি,
বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে
সে বাঁধে?
'মেঘনাদ বধ কাব্য’ সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রনেতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আজকের দিনে জন্ম গ্রহন করে দিনটিকে ধন্য করেছেন।
সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়। তিনি ছিলেন রাজনারায়ণ বসু ও তাঁর প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারি ।রাজনারায়ণ বসু ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল।