আমার মন ভাল নেই বলেই নাকি
তারারা নিল ছুটি,
ছন্দ জাগিয়ে বাতাস ও তাই
কেঁদে লুটি পুটি।

কাজল চোখে তাকিয়ে দেখি
মেঘে ঢাকা চাঁদ,
ক্রমশই মেলাতে থাকি
নানা অজুহাত।

অবুঝ আমার নোটবুকটিতে
কতই আঁকি ঝুকি,
খামখেয়ালের স্বপ্ন দেখি
অখণ্ড রাশি রাশি।