ছন্দে শব্দে জাগিয়ে তুলেছে
আমার কবিতা যতো,
জড়িয়ে রেখেছে শত দুঃখ সুখে
বন্ধু সাথীর মতো।
মেঘ ঝরে কতো আষাঢ় শ্রাবণে
আকাশ তো কেঁদে নীল,
রাধার বচনে আকুলি বিকুলি
কৃষ্ণ বিরহে দিল।
বাঁশির সুরে হরিল মন
কৃষ্ণ রাধার জ্ঞান,
সহেনা সহেনা এ জীবন আর
করে শুধু তাঁর ধ্যান।
দহনের জ্বালা হৃদে মিসে সেই
লাল যদি হয় নীল,
নিষেধের অটল পাহাড় ভাঙ্গিয়া
কেমনে হৃদয়ে খিল।
আগুনের ফুলকি নাচে নাচে শুধু
বয়ে ঝর্ণা ধারা,
আকাশটা খূব একা লাগে যদি
লীন হয় সব তারা।
আকুলি বাকুলি তোমার স্পর্শ
তোমারি নিঃশ্বাস নিয়ে,
ভিরুতার অন্ধকার ও দূর করি সেটা
তোমারি সাহস দিয়ে।