নষ্ট মেয়ের নষ্ট চলা, হয়না তাদের কিছুই বলা
ভাবনা তাদের যতোই মনে,সব ই যেন ছলা কলা।
নেশায় মাতাল দগ্ধ মনে,ভঙ্গি কতো কতো সাজ
টিপ লিপিস্টীক যতোই মাখুক, হয়কি তাতে মনের কাজ।
রক্তচোষা জোঁকের মতো, খামচে ধরে বিশ্ব
শোষণ হয়ে পুষ্টিহীনে, হচ্ছে যে আজ নিঃস্ব।
বউ কথা কও বলেনা কেউ, বউটা হবে কার
সমাজ যে তাঁর নাম দিয়েছে ভাগ্যহীনা বেশ্যার।
ব্যাধি থেকে মুক্তি নেই তাই, ভাসে পথে পথে
পুঁজিবাদের গেংরিন ও আজ, ছুটছে তাদের সাথে।