সুরবিহীন আর্তনাদ কালো‌ পৃথিবীর বুকে,
নিরাসক্ত আলোর ছায়া এই মানবীর চোখে;

এই আমি,
ছন্দহীন রচনা রচিত করেই যাচ্ছি,
করেই যাচ্ছি..

সেই ছন্দের টানে কেউ এসে হালকা আলাপ করে,
কেউবা আবহে গোলাপ ধরিয়ে মনের কথা বলে।

সেই ছন্দের টানে কেউ একলা বসে করে ধূমপান,
কেউবা চোখের কোণের জলটি মুছে করে জলপান।

এই আমি,
ধরিত্রীর বুকে তাকিয়ে ছন্দ খুঁজেই যাচ্ছি,
পুষ্করিণীর মুখে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি;

মনে হয়,
এই দৃষ্টিতে কেউ কখনো মুগ্ধ হয়নি,
মনে হয় এই প্রতিচ্ছবি কেউ চায়নি!

এই আমি,
গ্রীষ্মেও অবোধ বালিকার মতো বর্ষার স্মৃতি লিখি,
মধ্যরাতে বসে অনিদ্রায় আমি মধ্যাহ্নের স্বপ্ন বুনি;

মনে হয়,
এই অভিব্যক্তিগুলো তোমাদের কাছে ব্যাঞ্জনাপূর্ণ,
আমার ভাবনার অস্তিত্বগুলো তোমাদের ঈর্ষায় পূর্ণ।

এই আমি,
ছন্দহীন রচনা রচিত করেই যাচ্ছি,
করেই যাচ্ছি....

ফুরোচ্ছে কালি হঠাৎ দিবা আর নিশি,
ছন্দহীনতায় আসক্ত হবে নাকি তুমি?